সোমবার, ৫ জানুয়ারী, ২০১৫

২৪ ঘণ্টা বন্ধ থাকতে পারে ফেসবুক !



বছরে একদিন ফেসবুক বন্ধ ! হতেও পারে। নতুন বছরে ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গকে এই চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা।
মার্ক জাকারবার্গ ফেসবুকের বার্ষিক কার্যক্রম ২০১৫ নিউ ইয়ার চ্যালেঞ্জ উপলক্ষে এ বছরে বাস্তবায়নযোগ্য ধারণা আহ্বান করেছিলেন। এরই পরিপ্রেক্ষিতে লাখো ধার­ণা জমা পড়ে। এর মধ্যে জাকারবার্গকে যে চ­্যালেঞ্জ নিতে সবচেয়ে বেশি মানুষ আহ্বান করেছেন, তা হচ্ছে, বছরে অন্তত এক দিন ফেসবুক বন্ধ করে দেওয়া।
অ্যান্থনি ফার্গুসনের মতে, একদিনের জন্য হলেও জাকারবার্গের ফেসবুক বন্ধ রাখা উচিত, যাতে মানুষ বাস্তব জীবনের কোনো অপরিচিত
একজন মানুষের
সঙ্গে কথা বলতে উৎসাহী হয়। ফার্গুসনের এই মতের সঙ্গেঅনেকেএকাত্মতাঘো­ষণাকরেএকদিন ফেসবুক ছুটি ঘোষণা করার আহ্বান করেছেন, যাতে মানুষ এ সময় আরও সৃজনশীল কোনো কাজ করতে পারেন।
জাকারবার্গ তাঁর মন্তব্য জানালেও এই চ্যালেঞ্জ গ্রহণ করবেন কি না, এ
বিষয়ে কোনো মন্তব্য করেননি। ১৩০ কোটিরও বেশি ফেসবুক ব্যবহারকারী একদিন
ছুটি পাবেন যদি জাকারবার্গ চান।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন